ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে জরুরি অবস্থার সময়সীমা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
নিউজিল্যান্ডে জরুরি অবস্থার সময়সীমা বৃদ্ধি

ক্রাইস্টচার্চ: ভূমিকম্প আঘাতপ্রাপ্ত নিউজিল্যান্ডে জরুরি অবস্থার সময়সীমা বাড়ানো হয়েছে। একইসঙ্গে লুটপাটের ঘটনায় সোমবার ক্রাইস্টচার্চ শহরকে ‘প্রবেশ নিষিদ্ধ’ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে নিরাপত্তা বাহিনী।



সরকারি কর্তৃপ জানিয়েছে, শনিবার রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে আনুমানিক ২০০ কোটি মার্কিন ডলার তি হয়েছে।

আক্রান্ত অঞ্চলগুলোতে ভেঙে পড়া নির্মাণসামগ্রী ও কাচের টুকরো সরানোর জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সরকারের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘বুধবার দিনের মধ্যভাগ পর্যন্ত জরুরি অবস্থার সময়সীমা বাড়ানো হয়েছে। ’

এছাড়া ভূমিকম্পের পর প্রথমদিকে লুটপাটের ঘটনায় শনিবার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

ক্রাইস্টচার্চের পুলিশের সুপারিনটেডেন্ট ডেভ কিফ রেডিও নিউজিল্যান্ড বলেন, কয়েকজন পরিচিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী জন কি বলেন, ‘এটা সংপ্তি সময়ের ঘটনা নয়। ’ ভূমিকম্পের ঘটনায়ক্রাইস্টচার্চের তিগ্রস্ত অবকাঠামোগুলোর দ্রুত পুনর্নিমাণ নিয়ে সোমবার মন্ত্রিসভায় আলোচনার কথা রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।