ইসরায়েলি সেনা ওই রকেট হামলার কথা স্বীকার করেছেন বলেও জানা গেছে।
বুধবার একটি নির্বাচনী পথসভার বক্তব্য দিতে যাচ্ছিলেন নেতানিয়াহু।
ওই রকেট নিক্ষেপের দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে ইসরায়েল মনে করে এটা ইসলামিক জিহাদিদের কাজ।
বৃহস্পতিবার ইসরাইলে আসন্ন নির্বাচনে রক্ষণশীল লিকুদ পার্টির প্রচারের উদ্দেশ্যে ওই জনসভায় যাচ্ছিলেন নেতানিয়াহু। সেই সময় হঠাৎ সাইরেন বেজে ওঠে। তারপরই তার নিরাপত্তা রক্ষীদের সহায়তায় নিরাপদ আশ্রয়কেন্দ্রে আত্মগোপন করেন তিনি। এর আগে গত সেপ্টেম্বরেও আশদদে একবার এমন ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জন্য ইসলামিক জিহাদ নেতা বাহা আবু আল-আত্তাকে দায়ী করেছিল ইসরাইল। গত নভেম্বরে হামলা চালিয়ে তাকে হত্যা করে ইসরাইলি বাহিনী।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এজে