ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নৌঘাঁটিতে স্মার্টফোন-ফেসবুক নিষিদ্ধ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
নৌঘাঁটিতে স্মার্টফোন-ফেসবুক নিষিদ্ধ করলো ভারত প্রতীকী ছবি

গোপন তথ্য ফাঁস ও গুপ্তচরবৃত্তি রুখতে ভারতীয় নৌঘাঁটি ও জাহাজে স্মার্টফোন এবং ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির নৌবাহিনী।

সোমবার (৩০ ডিসেম্বর) ভারতীয় নৌবাহিনীর সব সদস্যের জন্য এ আদেশের পরিপ্রেক্ষিতে সংবাদ জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

২০ ডিসেম্বর পাকিস্তানের কাছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে সাত ভারতীয় নৌবাহিনী সদস্যের গ্রেফতারের পর এ আদেশ দেওয়া হলো।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নৌ গোয়েন্দাদের সাহায্যে ভারতীয় অন্ধ্র প্রদেশের গোয়েন্দা বিভাগ গোপন তথ্য পাচারের এ চক্র উদঘাটন করে।

ভারতীয় এ নাবিকদের ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে নৌবাহিনীর গোপন তথ্য ফাঁস করতে বাধ্য করা হয় বলে গোয়েন্দা সূত্র জানায়। এছাড়া তথ্য ফাঁসের জন্য তাদের নিয়মিত অর্থ পরিশোধ করা হচ্ছিল।

পুলিশ বিশাখাপত্তমের নৌঘাটি থেকে তিনজন, কর্ণাটকের কারওয়ার নৌঘাঁটি থেকে দু’জন ও মুম্বাইয়ের নৌঘাঁটি থেকে দু’জন নাবিককে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।