ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জর্দানের প্রথম নারী পাইলট প্রিন্সেস সালমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
জর্দানের প্রথম নারী পাইলট প্রিন্সেস সালমা জর্ডানের প্রথম নারী পাইলট হলেন প্রিন্সেস সালমা।

প্রথমবারের মতো প্লেন নিয়ে আকাশে উড়তে যাচ্ছেন জর্দানের দ্বিতীয় প্রিন্সেস সালমা বিনতে আবদুল্লাহ। তিনিই দেশটির প্রথম নারী পাইলট।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, জর্দানের রাজধানী আম্মানে পাইলট প্রশিক্ষণ শেষ করার পরে প্রিন্সেস সালমা বিনতে আবদুল্লাহকে প্রথম নারী পাইলট হিসেবে সম্মানিত করেন দেশটির দ্বিতীয় রাজা আবদুল্লাহ।

এক বিবৃতিতে জানানো হয়, জর্দানের প্রথম নারী পাইলট হয়েছেন রাজকন্যা সালমা বিনতে আবদুল্লাহ। যিনি জর্দানের সশস্ত্র বাহিনীর সঙ্গে তাত্ত্বিক এবং ব্যবহারিক পাইলট প্রশিক্ষণ পরীক্ষায় সফল হয়েছেন। পরে ১৯ বছর বয়সী এই প্রিন্সেসকে প্রথম নারী পাইলট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।