ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপি নেতাকে কষে চড় হাঁকালেন নারী কর্মকর্তা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
বিজেপি নেতাকে কষে চড় হাঁকালেন নারী কর্মকর্তা (ভিডিও)

প্রশাসনের নিষেধাজ্ঞা ছিল, তারপরও বিতর্কিত নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল বের করে বিজেপি। আর সেই মিছিলে বাধা দিতে গিয়ে এক বিজেপি নেতাকে কষে চড় মেরে বসলেন এক নারী কর্মকর্তা। 

ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলায় রোববার এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, ১৪৪ ধরা জারি থাকলেও বিতর্কিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপি মিছিল বের করে।

প্রথমে সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে রাজ্য প্রশাসনের বিরোধ বাধে।

সেখানে উপস্থিত হন রাজগড়ের কালেক্টর নিধি নিবেদিতা। ১৪৪ ধারা জারি থাকার কারণে তিনি বিজেপি কর্মীদের মিছিল করতে নিষেধ করেন। কিন্তু কথা না শোনায় তর্ক-বিতর্ক চলার এক পর্যায়ে এক বিজেপি নেতাকে চড় মেরে বসেন ওই প্রশাসনিক কর্মকর্তা। এরপর পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের লাঠিপেটায় বিজেপির আরও দুই কর্মী আহত হন বলে জানা গেছে।  

১৪৪ ধারা জারি থাকার কারণে ওই এলাকায় কোনো ধরনের মিছিল সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।