ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ভূমিকম্পের আঘাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
নিউজিল্যান্ডে ভূমিকম্পের আঘাত

নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকা ক্রাইস্টচার্চের পশ্চিমে চার দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটের দিকে চার কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা যায়। এর কেন্দ্রস্থল ক্রাইস্টচার্চের উত্তর-পশ্চিমের অক্সফোর্ডের ৩০ কিলোমিটার দক্ষিণে।

ভূতাত্ত্বিক বিপর্যয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান জিওনেটকে স্থানীয় অন্তত ৬০০ জন লোক জানিয়েছেন, তাদের এলাকায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। তারা এটিকে হালকা কাঁপুনি হয়েছে বলেও বর্ণনা করেছেন।

তবে এ ঘটনা ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কি-না, তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।