ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুর্শিদাবাদে সিএএ’র বিরুদ্ধে আন্দোলনে গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
মুর্শিদাবাদে সিএএ’র বিরুদ্ধে আন্দোলনে গুলি, নিহত ২ মুর্শিদাবাদে সিএএ’র বিরুদ্ধে আন্দোলনে গুলি, নৈরাজ্য। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে ডাকা আন্দোলনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দু’জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বুধবার সিএএ এবং এনআরসি’র প্রতিবাদে মুর্শিদাবাদে ডাকা আন্দোলনে তৃণমূলের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

এসময় দুর্বৃত্তদের গুলিতে দু’জনের মৃত্যু হয়। মৃত দুই ব্যক্তি হলেন, সানারুল বিশ্বাস (৬০) এবং সালাউদ্দি শেখ (১৭)। এছাড়া, আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা।

তবে এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। প্রাথমিকভাবে জানা গেছে, ‘নবজাগরণ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন বুধবার জলঙ্গি থানা এলাকার সাহেবনগরে সিএএ বাতিলের দাবিতে এবং এনআরসির বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই সংগঠনে বিভিন্ন রাজনৈতির দলের কর্মীরা থাকলেও তারা মূলত অরাজনৈতিক একটি আন্দোলন তৈরির চেষ্টা করছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।