ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান যুদ্ধে নতুন ২,০০০ বিদেশি সেনা প্রয়োজন: পেট্রাউস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
আফগান যুদ্ধে নতুন ২,০০০ বিদেশি সেনা প্রয়োজন: পেট্রাউস

ব্রাসেলস: আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে আরও দুই হাজার বিদেশি সেনা পাঠানোর অনুরোধ করেছেন।

আফগান যুদ্ধে সমর্থন কমে যাওয়ার পরও গত সপ্তাহে এই অনুরোধ করা হয়েছে।



নাম প্রকাশ না করার শর্তে একজন ন্যাটো কর্মকর্তা বলেন, ‘দুই হাজার সেনার প্রয়োজন। এ বিষয়ে এখনো আলোচনা চলছে। ’ আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীকে (আইএসএএফ) শক্তিশালী করতে এই সেনা লাগবে।

এর মধ্যে আফগান বাহিনীকে প্রশিক্ষণ দিতে ৭৫০ জন সেনা প্রয়োজন।

সোমবার ও মঙ্গলবার ন্যাটোর মহাসচিব অ্যান্ডারস ফোগ রাসমুসেন-এর ওয়াশিংটন সফরের আগে এই অনুরোধ করা হযেছে। ।

এদিকে, সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক পরিসংখ্যানে দেখা গেছে, আফগান যুদ্ধে চলতি বছর কমপক্ষে ৫০০ জন বিদেশি সেনা নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।