ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: স্পেনে ফের বাড়লো মৃত্যু, ২৪ ঘণ্টায় ৬১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
করোনা: স্পেনে ফের বাড়লো মৃত্যু, ২৪ ঘণ্টায় ৬১৯

গত তিনদিন করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা কমছিল ইউরোপের দেশ স্পেনে। অন্য সব সূচকও ছিল অনেকটা নিম্নমুখী। এতে কিছুটা আশার আলো দেখলেও ফের বাড়লো ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা।

রোববার (১২ এপ্রিল) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় মোট ৬১৯ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এমনটাই জানাচ্ছে সিএনএন ও আল জাজিরা।

শনিবার এ সংখ্যা ছিল ৫১৯।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৯৭২ জনে। আর মোট আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ১৯ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র মৃত্যু ও আক্রান্তের দিক থেকে এরই মধ্যে সব দেশকে ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২০ হাজার ৬০৮ জনের। আক্রান্ত ৫ লাখের বেশি।

বিশ্বে এ মহামারিতে এরই মধ্যে মারা গেছে ১ লাখ ৯ হাজার। আর আক্রান্ত ১৭ লাখের বেশি।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।