কাশ্মীরের মেহবুব-উল-আলম ক্রিকেট ক্লাব (এমএসিসি) অংশ নিচ্ছে দেশটির হরিয়ানার ‘ভাদি-ই-কাশ্মীর টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে’। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো রাজ্যের বাইরে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ক্লাবটি।
এক বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পর্যায়ের খেলার অভিজ্ঞতা অর্জনের জন্যই আমরা চেষ্টা করছি এবং সেভাবেই খেলোয়াড়দের প্রস্তুত করেছি। আমরা খেলোয়াড়দের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে সহায্য করছি। খেলোয়াড়রাও ভালো প্রতিভা দেখাচ্ছেন।
ক্লাবের এবারের দলে রয়েছেন নয় বছরের মাস্টার মোহাম্মদ বিন উমর। এছাড়া আকিব সাঈদ, ওয়াসিম বাবা (ক্যাপ্টেন), ফাইজান মেহরাজ (ভাইস ক্যাপ্টেন), ইউনিস তপলু, ফাইক মুক্তার, উমর শফি, শাফাত ওয়ানী, আজিম রাত্তের, ওয়াসিস ওয়ানী, আদিল খান্দে, খান মেহরাজ, তারিক আখুন এবং ড. মুদাসির।
তথ্যসূত্র: ইন্ডিয়া ব্লুমস
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এইচএমএস/