ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে উগ্রবাদী কর্মকাণ্ড ছাড়ার আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
ট্রাম্পকে উগ্রবাদী কর্মকাণ্ড ছাড়ার আহ্বান বাইডেনের ছবি: সংগৃহীত

ঢাকা:  ট্রাম্পকে উগ্রবাদী কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) এক টুইট বার্তায় ট্রাম্পকে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন জো বাইডেন।

জো বাইডেন বলেন, আমাকে খুব পরিষ্কার করে দেওয়া উচিত: ক্যাপিটলে (পার্লামেন্ট) ট্রাম্প সমর্থকদের বিশৃঙ্খলার দৃশ্যগুলো আমরা দেখেছি। আমাদের ইতিহাস এ বিশৃঙ্খলা উপস্থাপন করে না। আমরা যা দেখছি তা হলো অনাচারে লিপ্ত কিছু সংখ্যক উগ্রবাদী। এটি ভিন্নমত নয়, এটি ব্যাধি। এটি রাষ্ট্রদ্রোহের শামিল এবং এটি এখনই শেষ হতে হবে।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।