ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনার নতুন ধরনও ঠেকাবে ফাইজারের টিকা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
করোনার নতুন ধরনও ঠেকাবে ফাইজারের টিকা! ...

করোনা ভাইরাসের ২টি নতুন ধরন প্রতিরোধে কার্যকর হতে পারে ফাইজারের টিকা। এর একটি ধরন প্রথম পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকায় অন্যটি যুক্তরাজ্যে।

শুক্রবার (০৮ জানুয়ারি) এক গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়, ফাইজারের টিকা দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের ২টি নতুন ধরন প্রতিরোধে কার্যকর হতে পারে।

এ গবেষণা চালানো হয়েছে মূলত করোনার রূপান্তরে কেউ আক্রান্ত হলে ফাইজারের টিকা কাজ করে কিনা তা দেখার জন্য। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) গবেষণার ফল অনলাইনে পোস্ট করা হয়।

গবেষণার জন্য টিকা নেওয়া ২০ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফাইজার এবং ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিক্যাল শাখার গবেষকরা এ গবেষণা পরিচালনা করেন। যদিও এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা তা পর্যালোচনা করে দেখেননি।

ফাইজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. ফিলিপ ডরমিটজার বলেন, এটা খুবই আশ্বাসজনক খবর। বিশেষ করে ভাইরাসের নতুন ধরন প্রতিরোধের ক্ষেত্রে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।