ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কর্নাটকে ট্রাক-টেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
কর্নাটকে ট্রাক-টেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ১২ কর্নাটকের ধারওয়ারে দুর্ঘটনাস্থল

ভারতের কর্নাটকের ধারওয়ারে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই নারী।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি টেম্পুতে ধারওয়ার হয়ে গোয়ায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন দাবাঙ্গেরের নারীদের একটি ক্লাবের সদস্যরা। ধারওয়ারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ওই টেম্পুর। ঘটনাস্থলেই মারা যান ১০ জন।

আহতদের উদ্ধার করে হুবলির সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

৩২ কিলোমিটার দীর্ঘ হুবলি-ধারওয়ার বাইপাস সড়কটি এক লেনের। কোনো কোনো জায়গায় লেনটি খুবই সরু। এ কারণে এর আগেও এই সড়কে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।