প্রেসিডেন্ট হিসেবে বিদায়ের আগে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউস ছেড়ে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে তার জন্য আয়োজিত সংক্ষিপ্ত বিদায়ী অনুষ্ঠানে এ ভাষণ দেন ট্রাম্প।
পরিবার ও স্টাফদের উদ্দেশে ট্রাম্প অনুষ্ঠানে বলেন, আপনারা দারুন মানুষ। এটি মহান এক দেশ। আপনাদের প্রেসিডেন্ট হওয়া আমার জন্য বিরাট সম্মানের বিষয়। আমি আপনাদের জন্য সব সময় লড়াই চালিয়ে যাব। আমি নজর রাখব, আমি শুনব এবং আমি বলব, এই দেশের ভবিষ্যৎ এর চেয়ে ভালো কখনো হবে না। নতুন প্রশাসনের জন্য শুভকামনা। আমি আশাবাদী, তাঁরা সফল হবে।
এর আগে সিএনএন জানায়, বুধবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউস ছেড়ে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে যান। সেখানে তাঁর জন্য ছোট পরিসরে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ তাদের সন্তানেরা।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এইচএডি/