ইরানের চাবাহার বন্দরের অবকাঠামোগত উন্নয়নে ক্রেনসহ ভারি সরঞ্জামাদি পাঠিয়েছে ভারত। যার আর্থিক মূল্য ৮.৫ মিলিয়ন ডলার।
মধ্য এশিয়ার বাজারে প্রবেশের জন্য কৌশলগত সংযোগ প্রকল্পে ভারতের অঙ্গীকারের নিদর্শনস্বরূপ এসব সরঞ্জাম পাঠানো হয়েছে। এসব সরঞ্জাম চাবাহার বন্দরের ভারত পরিচালিত শহীদ বেহেশতি টার্মিনালে স্থাপন করা হবে। ইরানের পোর্ট ও মেরিন সার্ভিস কোম্পানির সঙ্গে এ বিষয়ে ২০১৬ সালের মে মাসে ১০ বছরের চুক্তি করে ভারত।
ইরানের বন্দরে লোড ও আনলোডে ব্যবহারের জন্য পাঠানো এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ১৪০ মেট্রিক টনের দুটি হারবার ক্রেন। এ দুটি ক্রেন ইতালির একটি কোম্পানি থেকে ক্রয় করা হয়েছে। ওই কোম্পানি থেকে মোট ছয়টি ক্রেন ক্রয় করবে ভারত।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
নিউজ ডেস্ক