ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি সিরিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থার। তবে সিরিয়ান প্রতিরক্ষা প্লেন অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়।
শুক্রবার (২২ জানুয়ারি) সিরিয়ার মধ্য হামায় এ হামলা চালানো হয় বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
শুক্রবার ভোরের দিকে যখন হামলা চালানো হয় তখন যুদ্ধবিমানগুলো প্রতিবেশী লেবানন সীমান্তের উপর দিয়ে উড়ছিল।
দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে সানা নিউজ জানিয়েছে, লেবাননের ত্রিপোলির দিক থেকে আসা ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো হামার কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এসময় সিরিয়ান বিমান বাহিনী অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।
এতে আরো বলা হয়, ইসরায়েলি এই আগ্রাসনে হামা প্রদেশের পশ্চিমে বাবা-মা, সন্তানসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সিরিয়ায় এটাই প্রথম ইসরায়েলি হামলা। সবশেষ গত ১৩ জানুয়ারি ইসরায়েলি বিমান হামলায় ৫৭ জন মারা যায়।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এএ