ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্তে ফের চীন-ভারত সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
সীমান্তে ফের চীন-ভারত সংঘর্ষ উত্তর সিকিমের সীমান্ত অঞ্চল

সীমান্তে ফের সংঘর্ষে জড়িয়েছে চীন ও ভারতের সেনারা। সিকিম রাজ্যের সীমান্তে চীনের সীমান্তরক্ষীদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (২৫ জানুয়ারি) বিবিসি জানায়, চীন ও ভারতের বিতর্কিত সীমান্ত অঞ্চলে দেশ দু’টির সেনাদের সংঘর্ষে দু’পক্ষের কিছু সেনা আহত হয়েছেন।

গত বুধবার সিকিমে এ ঘটনা ঘটে। তবে এ দ্বন্দ্ব ‘সমাধান’ করা হয়েছে বলেও জানায় ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, চীনের একদল সেনা সিকিমের নথু লা পাস সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু ভারতীয় সেনাদের বাধায় শেষ পর্যন্ত পিছু হটেন তারাএ সময় সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হন।

এর আগে গত জুন মাসে লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হওয়ায় অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। ওই সংঘর্ষে চীনা সেনারাও হতাহত হয়েছে জানালেও সংখ্যা প্রকাশ করেনি চীন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।