ঢাকা: পর্তুগালের বিরোধী দল পিএসডি দলের মার্সেলো রেবেলো দ্বিতীয়বারের মতো দেশটির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ৬০.৬৭ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
জানা গেছে, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তার মধ্যে ক্ষমতাসীন পর্তুগাল সোশ্যালিস্ট পার্টির আনা গোমেজ ১২.৯৭ শতাংশ ভোটে দ্বিতীয় এবং ১১.৯০ শতাংশ ভোটে তৃতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী আন্দ্রে ভেনতুরা।
উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি মার্সোলো দ্য সোসা ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ২০১৬ সালের ৯ মার্চ প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পর্তুগিজ আইনে রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থীকে নির্বাচিত হওয়ার জন্য কমপক্ষে ৫১ শতাংশ ভোটের প্রয়োজন হয়।
বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এনটি