ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের অভিশংসন নিবন্ধ সিনেটে, বিচারের আনুষ্ঠানিকতা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ট্রাম্পের অভিশংসন নিবন্ধ সিনেটে, বিচারের আনুষ্ঠানিকতা শুরু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন নিবন্ধ সিনেটে উপস্থাপন করেছে প্রতিনিধি পরিষদ। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিকতা শুরুর প্রক্রিয়া এটি, যা পরবর্তী মাসে শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

স্পিকার ন্যান্সি পেলোসির নিয়োগ করা নয়জন হাউস ম্যানেজার সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সিনেটে ট্রাম্পের অভিশংসন দলিল সিনেটে হস্তান্তর করেন।

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ও হাউস ম্যানেজার জেমি রাসকিন সোমবার সন্ধ্যায় অভিশংসন নিবন্ধটি সিনেটে পাঠ করেন।

গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হলেও ডোনাল্ড ট্রাম্প তা মেনে নিতে রাজি ছিলেন না। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে তিনি তার উগ্রবাদী সমর্থকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেন যার পরিপ্রেক্ষিতে হাজার হাজার সমর্থক ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালায় এবং সেখানে লুটপাট করে। হতাহত হন বহু মানুষ।

১৩ জানুয়ারি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়। দ্বিতীয়বার অভিশংসিত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।