ভারতের রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলনে ব্যাপক সহিংসতার পর দুশ’ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি) বিবিসি জানায়, মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে নয়া কৃষক আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত হাজার হাজার কৃষক হেঁটে ও ট্র্যাক্টর নিয়ে রাজধানী দিল্লির লালকেল্লায় জড়ো হন।
কৃষক-পুলিশের এ সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। এ সময় তিনশ’ পুলিশ অফিসার আহত হয়েছেন বলেও জানা গেছে।
শান্তিপূর্ণ মিছিলে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন দাবি করে কৃষকনেতারা জানান, তারা এ বিক্ষোভ অব্যাহত রাখবেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এফএম