ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বাধীনতা চাওয়া মানে যুদ্ধ ঘোষণা, তাইওয়ানকে চীনের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
স্বাধীনতা চাওয়া মানে যুদ্ধ ঘোষণা, তাইওয়ানকে চীনের হুমকি ছবি: সংগৃহীত

তাইওয়ান যদি স্বাধীনতার বিষয়ে কোনো পদক্ষেপ নেয় তবে তার ‘অর্থ হবে যুদ্ধ’ ঘোষণা। তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের মধ্যে এমন হুমকি দিল চীন।

শুক্রবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

সম্প্রতি চীন তার অধিপত্য ধরে রাখতে তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি যুদ্ধবিমান উড়িয়ে মহড়া চালিয়েছে। শক্তিপ্রদর্শনের দিনকয়েকের মধ্যে তাইওয়ানকে সতর্ক করে হুমকি দিল বেইজিং।  

তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে মনে করে। অপরদিকে দ্বীপটিকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ হিসেবে গণ্য করে চীন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার তাইওয়ানের প্রতি প্রতিশ্রুতি রক্ষার ঘোষণা উত্তেজনার পালে হাওয়া দিয়েছে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ চিয়ান বলেন, আমরা তাইওয়ানের স্বাধীনতাকামীদের সতর্ক করে দিয়ে বলতে চাই, আগুন নিয়ে খেললে নিজেরাই পুড়ে মরবেন এবং তাইওয়ানের স্বাধীনতা চাওয়া মানে যুদ্ধ ঘোষণা।

এদিকে চীনের এমন কড়া প্রতিক্রিয়ার বিষয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, তাইওয়ান নিয়ে চীনের এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক।

মানবাধিকার, বাণিজ্য নিয়ে বিরোধ, হংকং এবং তাইওয়ানসহ নানা ইস্যুতে বাইডেন প্রশাসন চীনের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার নীতিতে চলতে চায়। তাইওয়ানকে সমর্থন এ চাপ প্রয়োগেরই অংশ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।