ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় শতবর্ষী টম মুরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
করোনায় শতবর্ষী টম মুরের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের সাবেক প্রবীণ সেনা কর্মকর্তা টম মুরের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করে তিনি পরিণত হয়েছিলেন জাতীয় প্রতীকে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। টম মুরের টুইটার একাউন্ট থেকে তার মৃত্যুর খবর জাননো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

টম মুর কয়েকসপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। গত সপ্তাহে তার করোনা ভাইরাস ‘পজিটিভ’ ধরা পড়ে। সে সময় তাকে হাসপাতালে ভর্তির কথা টুইটারে জানিয়েছিলেন তার মেয়ে।

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেমে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ক্যাপ্টেন মুর গত গ্রীষ্মে শততম জন্মদিনে (৩০ এপ্রিল) নিজের বাগানের ২৫ মিটারে ১০০ পাক হেঁটে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ‘চ্যারিটিজ টুগেদার’র জন্য এক হাজার পাউন্ডের তহবিল জোগাড় করার ঘোষণা দিয়েছিলেন। শততম চক্কর শেষ করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি বিখ্যাত হয়ে যান তিনি। আর ‘জাস্টগিভিং’ ওয়েবসাইটে তহবিলে জমা হয় এক কোটি ৭০ লাখ পাউন্ডেরও বেশি।

টম মুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা। আর সত্যিকার অর্থেই টম মুরকে বিশ্বের ‘বীর’ বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।