ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অর্থ বাজার নিয়ন্ত্রণে রাখতে চায় জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

টোকিও: ভবিষতে অর্থবাজার নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে জরুরি পদক্ষেপ নেবে জাপান। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান একথা বলেন।



নাওতো কান টেকিওতে এক বানিজ্য সম্মেলনে বলেন, ‘আমরা ইয়েনের তীব্র ওঠানামা মেনে নেব না। এব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ’

২০০৪ সালের পর বুধবার প্রথমবারের মতো বাজারে হস্তক্ষেপ করে ডলারের বিপরিতে ইয়েনের মূল্য কমানো হয়। ওই দিন সকালে টোকিওতে ইয়েনের মূল্য ছিল ৮৫.৬০ ডলার, যা দিনের শেষে নিউ ইয়র্ক বাজারে ৮৫.৭২ ডলারে বিক্রি হয়।

জাপানের এ উদ্যোগ বিশ্বায়নের যুগে কতটা কার্যকর থাকবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।