ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে ফের হামলার আশঙ্কা: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
কাবুল বিমানবন্দরে ফের হামলার আশঙ্কা: বাইডেন

কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।  

শনিবার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‌‌আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই আবারও কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা আছে।

হুমকির কারণে স্টেট ডিপার্টমেন্ট সব মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের কাছাকাছি এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ১৭০ জন নিহত হয়।  

আইএসের আফগান শাখা (আইএস-কে) এ হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি দেয়। এরপরে স্বাভাবিক হয় বিমানসেবা।  

৩১ অগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেবে আমেরিকা। কিন্তু তার আগে মার্কিন সেনার তরফে খবর মিলেছে যে, আগামী দুই-এক দিনের মধ্যেই ফের কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কায় আছেন বলে জানান বাইডেন।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।