ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে ৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
হাইতিতে তেলের ট্যাংকার বিস্ফোরণে ৬০ জনের মৃত্যু

হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ-হাইতিয়েনে একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।  

স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) রাতে এই বিস্ফোরণ ঘটে।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এ খবর নিশ্চিত করেছেন কেপ-হাইতিয়েনের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমনর। তিনি জানান, শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রয়েছেন আরও অনেকে। বিস্ফোরণের আগুনে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ বাড়ি যতদ্রুত সম্ভব ভেঙে ফেলতে হবে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিস্ফোরণের এ ঘটনায় নিহতের সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে। তবে স্থানীয় কর্মকতারা আশঙ্কা করছেন, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে, এ ঘটনায় দেশটিতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।