ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের কাছে দুইটি রকেট হামলা হয়েছে। এ দুইটিই কাতিউশা রকেট।

 ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ বিষয়ে নিশ্চিত করেছে। গ্রিন জোন এলাকায় সরকারি ভবন এবং বিদেশি মিশনগুলো অবস্থিত।  

একটি রকেট প্রতিরক্ষা কর্মীদের দ্বারা ভূপাতিত করা হয়েছে। আরেকটি উৎসবের কাছে একটি এলাকায় ছোড়া হয়েছে আর এতে করে দুইটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মানুষের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

এরইমধ্যে নিরাপত্তা বাহিনীর কর্মীরা রকেট উৎক্ষেপণের জায়গা শনাক্ত করতে তদন্ত শুরু করেছেন।  

ইরাকের গ্রিন জোনে মার্কিন দূতাবাস রয়েছে যেখানে এখনও আড়াই হাজার মার্কিন সেনার উপস্থিতি রয়েছে। গ্রিন জোন লক্ষ্য করে প্রায়ই হামলার চেষ্টা হয়ে থাকে। বিদ্রোহী গোষ্ঠীগুলোই সাধারণত হামলা চালিয়ে আসছে। এদিকে এসবের জের ধরে ২০২২ সালের মধ্যে দেশটিতে মার্কিন সেনা কমিয়ে আনাতে কাজ করছে যুক্তরাষ্ট্র।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।