ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জোব্বা পরায় এমপিকে বের করে দিলেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
জোব্বা পরায় এমপিকে বের করে দিলেন স্পিকার মুনির জুলু

ড্রেস কোড লঙ্ঘন করে জোব্বা (থোব) পরার অভিযোগে জাম্বিয়ার পার্লামেন্ট লুমেজি সদস্য সদস্য (এমপি) মুনির জুলুকে পার্লামেন্ট থেকে বের করে দিলেন প্রথম ডেপুটি স্পিকার।  

মুসলিম এই এমপি থোব বা জোব্বা নামে পরিচিত একটি পোশাক পরেছিলেন।

এ পোশাক সংসদীয় পোশাক কোডের লঙ্ঘন বলে তাকে বের করে দেওয়া হয়।

এ খবর জানিয়েছে জাম্বিয়ার সংবাদমাধ্যম লুসাকা টাইমস।  

খবরে বলা হয়েছে, জোব্বা হলো একটি লম্বা পোশাক, যা মুসলিম পুরুষরা পরে থাকেন। এর ওপরের অংশটি সাধারণত শার্টের মতো দেখতে। তবে, এটি গোড়ালি পর্যন্ত লম্বা ও ঢিলেঢালা।

এ বিষয়ে এমপি জুলু বলেন, তিনি স্ট্যান্ডিং অর্ডার ২০৬- এর বর্ণিত কোনো সংসদীয় পোশাক কোড লঙ্ঘন করেননি। তার পোশাক আফ্রিকান টোগাসের বিভাগে তালিকাভুক্ত এবং এ ধরনের পোশাক অনুমোদিত। তার পরও প্রথম ডেপুটি স্পিকার ড. মালুঙ্গো চিসাঙ্গানো তাকে বের করে দেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।