ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গি হামলার আশঙ্কা: কলকাতা মেট্রো রেলে নিরাপত্তা বৃদ্ধি

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০১০

কলকাতা: জঙ্গি হামলার আশঙ্কায় কলকাতার মেট্রো রেলপথ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

ভারতের গোয়েন্দা দফতরের সতর্কবার্তা পাওয়ার পর দমদম থেকে গড়িয়া পর্যন্ত মেট্রোপথে নিরাপত্তা বাড়ানো হয়।



কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গেছে, যে কোনো নাশকতা ঠেকাতে স্ক্যানার, রাতে নজরদারি করার সরঞ্জাম, বিস্ফোরক চিহ্নিত ও নিস্ক্রিয় করার যন্ত্র আনা হয়েছে।

নয়াদিল্লির রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের ২১টি মেট্রো স্টেশনে অতিরিক্ত ৫৫০টি কোজ সার্কিট টিভি বসানো হচ্ছে। অত্যাধুনিক সফটওয়ারের মাধ্যমে ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া মেটাল ডিটেকটরের সংখ্যাও বাড়ানো হচ্ছে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৯০০ ঘণ্টা, জুন ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।