পুলিশের ঘুষ গ্রহণের অভিযোগ বেশ পুরোনো। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন পুলিশের ঘুষ নেওয়ার অনেক প্রমাণ সামনে এসেছে।
ভারতের উত্তর প্রদেশ পুলিশের কর্মকর্তা উমেশ ত্রিপাঠী ঘুষ নিলেও সৎ কাজ করেন বলে উল্লেখ করেছেন। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
উমেশ ত্রিপাঠী বলেন, ঘুষ নিলেও সততার সঙ্গে নিজের কাজটি করেন। কিন্তু অন্যরা তা-ও করে না।
পুলিশের পোশাক পরে এক অনুষ্ঠানে এভাবেই ঘুষ নেওয়ার কথা নির্দ্বিধায় স্বীকার করেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর উমেশ ত্রিপাঠীকে বরখাস্ত করে উত্তর প্রদেশ পুলিশ।
স্কুলের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে দেওয়া বক্তব্যে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘পুলিশের টাকা নেওয়া নিয়ে দুর্নাম রয়েছে। কিন্তু এটা ঠিক যে, আমরা যেমন টাকা নিই, তেমনই সঙ্গে সঙ্গে কাজটাও করি। সেদিক দিয়ে আমরা সৎ। ’
তিনি আরও বলেন, ‘আমরা তো তাও টাকা নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজটা করে দিই। অন্য বহু কাজে তো টাকা দিয়েও কোনো কর্তব্য পালন করা হয় না। ’
একজন জ্যেষ্ঠ কর্মকর্তার এমন মন্তব্যের পর বেশ অস্বস্তিতে পড়েছে উত্তর প্রদেশ পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
জেএইচটি