ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সব পারমাণবিক চুল্লি বন্ধ করবে বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
সব পারমাণবিক চুল্লি বন্ধ করবে বেলজিয়াম

২০২৫ সালের মধ্যে সাতটি পরমাণু চুল্লির সবগুলো বন্ধ করে দেবে বলে জানিয়েছে বেলজিয়াম। দেশটির নতুন জোট সরকার এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।

তবে নতুন-প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছে তারা।

সরকারের এক সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, ২২ ডিসেম্বর এক দীর্ঘ আলোচনার পর সরকারের সব জোট পরমাণু চুল্লি বন্ধে একমত হয়।

২০০৩ সাল থেকেই ধীরে ধীরে পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা কমানোর জন্য আইন পাস করে দেশটি। গত বছরের অক্টোবর মাসে বর্তমান জোট সরকার যখন ক্ষমতায় আসে, তখন ২০২৫ সালের মধ্যে পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তারা। তবে এই ইস্যুতে জোট সরকারের মধ্যে দ্বিমত তৈরি হয়।

বেলজিয়ামের বর্তমান সরকার সাতটি দলের জোট। জোটের অন্যতম শরিক গ্রিন পার্টি এবং এই দল থেকে নির্বাচিত জ্বালানি মন্ত্রী পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় পারমাণবিক শক্তি ব্যবহারের বিরোধী। কিন্তু প্রধানমন্ত্রীর লিবারেল পার্টি পারমাণবিক শক্তির ব্যবহার পুরোপুরি বন্ধের বিপক্ষে। দীর্ঘ আলোচনায় বেলজিয়ামের জোট সরকারের সব শরিক শেষ পর্যন্ত ২০২৫ এর মধ্যে পারমাণবিক চুল্লিগুলো বন্ধ করতে একমত হলো।

তবে নবায়নযোগ্য ও কার্বন নিরপেক্ষ জ্বালানি ব্যবহারের জন্য অর্থ বরাদ্দের পক্ষে মত দেওয়া হয় আলোচনায়। একইসঙ্গে পারমাণবিক চুল্লি বন্ধ করলেও নতুন-প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করবে দেশটি।

সূত্র: ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।