ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় বন্ধ হলো মানবাধিকার সংস্থার ওয়েবসাইট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
রাশিয়ায় বন্ধ হলো মানবাধিকার সংস্থার ওয়েবসাইট

রাশিয়ায় রাজনৈতিক কারণে আটক হওয়া ব্যক্তিদের চিহ্নিত করা ও তাদের আইনি সহায়তা দেওয়া একটি মানবাধিকার সংস্থার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

ওভিডি-ইনফো নামের ওই সংস্থা ২০১১ সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে।

সংস্থাটির দাবি, রাশিয়ার ইন্টারনেট ও কমিউনিকেশন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। কেন বন্ধ করা হয়েছে―সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। তাদের শুধু এটুকু জানানো হয়েছে যে, আদালতের নির্দেশে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটিতে ২০১১ সালের নির্বাচনের পর বেশ জনপ্রিয় হয়ে ওঠে সংস্থাটি। সে সময় তারা নির্বাচনে কারচুপির অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ থেকে আটক হওয়া ব্যক্তিদের নিয়ে কাজ করেছিল। গ্রহণযোগ্যতা থাকায় রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমও সংস্থাটির তথ্য সংবাদের উৎস হিসেবে ব্যবহার করতো।

এর পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে সুইডেনের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পুরস্কার লাভ করে ওভিডি-ইনফো। তবে সে সময় রাশিয়া সরকার সংস্থাটি ‘বিদেশি এজেন্টের‘ হয়ে কাজ করছে বলে অভিযোগ তোলে।

প্রসঙ্গত, রাশিয়াতে প্রতিনয়ত সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর ওপর সরকারের চাপ বাড়ছে। গত শুক্রবারও দুটি মানবাধিকার সংস্থাকে ‘বিদেশি এজেন্ট‘ বলে ঘোষণা করে দেশটির বিচার মন্ত্রণালয়।

সূত্র: ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।