ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জলপাইগুড়িতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
জলপাইগুড়িতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪ ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে।  এতে এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি পটনা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল।  দুর্ঘটনায় ওই ট্রেনের অন্তত অর্ধশত যাত্রীর প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। দুর্ঘটনায় অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা রয়েছে। আহত অবস্থায় ইতোমধ্যে ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

চার জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জলপাইগুড়ির জেলা প্রশাসক বলেন,  প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, পাটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনটির গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল। ট্রেনটির ১২টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রেনটি ছাড়ার সময় প্রায় ৭০০ যাত্রী ছিলেন। পরে বিভিন্ন স্টেশন থেকে যাত্রীরা ওঠা নামা করেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এরইমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন জরুরি বিভাগের কর্মীরা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।