ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘বিকল্প থাকলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতো না আমেরিকা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
‘বিকল্প থাকলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতো না আমেরিকা’

ঢাকা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকার সামনে যদি কোনো বিকল্প থাকতো তাহলে এমন বিব্রতকরভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতো না।

ইরানের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে আমির আব্দুল্লাহিয়ান এ কথা বলেন।

এই বক্তব্য রোববার (২৭ ফেব্রুয়ারি) টেলিভিশনটিতে সম্প্রচার করা হয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানে ২০ বছরের দখলদারিত্বের পর আমেরিকার সামনে যদি মর্যাদাপূর্ণ কোনো পথ থাকতো এবং এই ধরনের বিব্রতকর অবস্থা এড়ানোর সুযোগ থাকত তাহলে তারা কোনোমতেই এই পথ বেছে নিত না।

সাক্ষাতকারে তিনি জানান, আফগানিস্তান থেকে আমেরিকা তাদের সেনা পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রত্যাহারের দাবি করলেও শেষ পর্যায়ে তারা ইরানের সহযোগিতা চেয়েছিল। সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান স্পষ্ট করে বলেছেন, আফগান জনগণের প্রতিরোধের কারণে আমেরিকা ২০ বছর পরে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। সাবেক সোভিয়েত আগ্রাসনের পরেও আফগান জনগণ একইভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গত মাসে তেহরান সফরের সময় তালেবান সরকার স্বীকৃতির অনুরোধ জানালে তাকে বলা হয়েছে, আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠন করা হলেই কেবল ইরান তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। আফগানিস্তানকে তিনি মর্যাদাপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।