ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খারসনে দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
খারসনে দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বন্দরনগরী খারসনের নিয়ন্ত্রণ নিলেও এর বাসিন্দারা দখলদার বাহিনীর বিরুদ্ধে জোরালো বিক্ষোভ করেছেন। খবর বিবিসির।

রুশ বাহিনীর হাতে ইউক্রেনের যেসব শহরের পতন হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় শহর খারসন।

শনিবার শহরের কেন্দ্রস্থলে জমায়েত হয়ে ইউক্রেনীয়রা স্লোগান দেন এবং রুশ সৈন্যদের গালাগালি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রুশ সৈন্যরা ফাঁকা গুলি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছে।

কৃষ্ণসাগর ও নিপার নদীর তীরে খারসন একটি ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রুশ সেনারা। তাদের আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিরোধ যুদ্ধ শনিবার (৫ মার্চ) দশম দিনে গড়িয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, যুদ্ধের দশম দিনে এরই মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে প্রায় ১২ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।