ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঋষি সুনাকই হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
ঋষি সুনাকই হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা ও প্রধানমন্ত্রী হতে আর মাত্র কয়েক কদম বাকি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন নেতৃত্বের দৌড়ে থেমে যাওয়ায় পথ মসৃণ হয়েছে তার।

বিবিসির প্রতিবেদন অনুসারে, নিয়ম অনুসারে কনজারভেটিভ সদস্য ১০০ এমপি সমর্থন দিলে নেতৃত্বের প্রতিযোগিতায় নামতে পারেন নির্বাচিত সদস্যরা। একাধিক প্রার্থী হলে ব্যালট পেপারে নির্বাচন হয়। কনজারভেটিভ পার্টির ১ লাখ ৭০ হাজার সদস্য প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট প্রদান করবেন।

টোরি দলের ৩৫৭ সদস্যর মধ্য এখন পর্যন্ত ১৮০ জন নিজেদের মতামত জানিয়েছেন। তাদের মধ্যে ১৫৫ জন সুনাককে সমর্থন দেবেন বলে নিশ্চিত করেছেন। বরিস সরে যাওয়ায় ঋষি সুনাকের একমাত্র প্রতিদ্বন্দ্বী ও কনজারভেটিভ এমপি পেনি মরডান্ট। তাকে এখন পর্যন্ত ২৫ জন সদস্য সমর্থন দিচ্ছেন।

খবরে বলা হয়েছে, সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টার মধ্যে পেনি যদি ১০০ সমর্থন জোগাড় করতে না পারেন, প্রধানমন্ত্রী হতে ঋষি সুনাকের আর কোনো বাধা থাকবে না।  

১০০ সদস্যের সমর্থন পেলে ঋষির সঙ্গে ভোটে লড়বেন পেনি। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, কনজারভেটিভ পার্টি শুক্রবারই তাদের তাদের নতুন নেতা নির্বাচনের ফল ঘোষণা করবে।

বরিস জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। মাত্র ৪৫ দিন ক্ষমতায় থাকার পর দিন কয়েক আগে পদত্যাগ করেন তিনিও। এর আগে লিজের সঙ্গে প্রধানমন্ত্রী হতে লড়াই করেন ঋষি সুনাক। সে যাত্রায় হেরে যান তিনি।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।