ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬৩ কোটি ৪৫ লাখ

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
বিশ্বে  করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল  ৬৩ কোটি ৪৫ লাখ সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৪৫ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৪৫ লাখ ১২ হাজার ১৭৬ জন।

একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৬৫ লাখ ৮৯ হাজার ১৮২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ১৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার ৯৫১ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৪ হাজার ৫৯১ জন।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা,, অক্টোবর ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।