ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ইমরান খান

পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিক্ষোভ মিছিল চলাকালীন গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সরকারবিরোধী লংমার্চ চলাকালীন এ ঘটনা ঘটে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের কাছে ইমরানকে বহনকারী কন্টেইনারে গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। পিটিআই প্রধানের পায়ে তিনটি গুলি লেগেছে।

ডনের খবরে বলা হয়েছে, ইমরান খানের পাশে থানা সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চাত্তা গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

শীর্ষ নেতাসহ তিনজন আহত হলেও নিহতের কোনো ঘটনা ঘটেনি।

৭০ বছর বয়সী ইমরানের গুলিবিদ্ধ হলেও আপাতত তার কোনো বিপদ নেই। তার একজন জ্যেষ্ঠ সহকারী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটি ছিল ইমরান খানকে হত্যার চেষ্টা। তাকে হত্যা করতে চাইছে কেউ।

একাধিক টেলিভিশন চ্যানেল পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে দেখা গেছে। বোল টিভি জানিয়েছে, হামলার সময় পিটিআই দলের নেতা ইমরান ইসমাইল ছিলেন সাবেক প্রধানমন্ত্রী পাশে। এ সময় তিনি হামলাকারীকে দেখতে পান। ওই ব্যক্তি ইমরানের কন্টেইনারের সামনে ছিলেন। তার হাতে ছিল একে-৪৭ রাইফেল।

পাঞ্জাব পুলিশের একটি দল ঘটনাস্থলে তদারকি করছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।