ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় গুলিবিদ্ধ ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় গুলিবিদ্ধ ১২

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে গোলাগুলির ঘটনায় ১২ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) রাতে শহরের সাউথ স্ট্রিটের কেনসিংটন ও অ্যালেগেনি এলাকায় এ ঘটনা ঘটে।

টাইমস নাউ’র খবরে জানা গেছে, হামলার ঘটনার পর সাউথ স্ট্রিটের কেনসিংটন ও অ্যালেগেনি এলাকা থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় পুলিশ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা সঙ্কটাপন্ন। আহতদের ব্যাপারে কোনো তথ্য দেয়নি পুলিশ।

ফিলাডেলফিয়া পুলিশ হামলার ঘটনা সম্পর্কে এখনই কোনো তথ্য দিতে নারাজ।

ভয়েস অব আমেরিকা বলছে, ভাতৃত্ববোধ ও ভালোবাসার শহর হিসেবে পরিচিত ফিলাডেলফিয়া শহরে গত কয়েক বছরে ২ হাজার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪১৭ জন।

সাম্প্রতিক মাসগুলোয় নিউইয়র্কে বন্দুক হামলায় ৩১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১০ জন কৃষ্ণাঙ্গ। দুই শিক্ষকও রয়েছে এ তালিকায়। ওয়াশিংটনসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যেও বন্দুক হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।

শুধুমাত্র ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ৩৫০টি বন্দুক হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বলছে এ সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশি। চলতি বছর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২০ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন আত্মহত্যাকারীও আছেন।

সূত্র: টাইমস নাউ

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।