ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জয়পুরহাটে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
জয়পুরহাটে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন 

জয়পুরহাট: জয়পুরহাটে মাদক মামলায় বাবু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বাবু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের আব্দুল গণির ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ এপ্রিল বাবু মাদক নিয়ে পাঁচবিবি থেকে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে সদর উপজেলার বনখুর এলাকায় অভিযান চালিয়ে তিন লিটার ফেনসিডিলসহ তাকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এ ঘটনায় সেদিনই মামলা দায়ের করে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। তদন্ত শেষে তার নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।