ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবন মালিকসহ তিনজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবন মালিকসহ তিনজন রিমান্ডে

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে ২১ জন নিহতের ঘটনায় ওই ভবনের মালিকসহ তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—ভবনের মালিক ওয়াহিদুর রহমান, তার ভাই মতিউর রহমান এবং মোতালেব মিন্টু।

এদিন সাধারণ ডায়েরি (জিডি) মূলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে বিচারক তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

ভবন মালিক ওয়াহিদুর রহমান এবং তার ভাই মতিউর রহমানকে ৭ মার্চ রাজধানীর ফুলবাড়িয়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে মোতালেব মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।

গত ৭ মার্চ সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। বিস্ফোরণের এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।