ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রংপুরে স্ত্রীর মামলায় কারাগারে থাকা স্বামীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
রংপুরে স্ত্রীর মামলায় কারাগারে থাকা স্বামীর মৃত্যু

নীলফামারী: দিনাজপুরের রংপুর কেন্দ্রীয় কারাগারে মনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে ছিলেন।  

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।  

কারাগার সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা মনোয়ারুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় রংপুরের আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে থাকা অবস্থায় তিনি দুইবার অসুস্থ হয়ে মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হন। বৃহস্পতিবার সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, হাজতি আনোয়ারুল ইসলাম অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও দুইবার তিনি অসুস্থ হয়ে ছিলেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।