ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

না‘গঞ্জ বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৪৫৫ জনের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
না‘গঞ্জ বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৪৫৫ জনের আগাম জামিন

ঢাকা: নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ ৪৫৫ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

পৃথক ৬২ মামলায় আগাম জামিন আবেদনের শুনানি শেষে রোববার (৩১ মার্চ) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া ছয় সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ফয়সাল সিদ্দিকী, নূরুল হুদা, গোলাম রাজিব, রাশেদুল হক, জুয়েল মুন্সী সুমন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা পারভীন ফ্লোরা ও আল মামুন।

পরে আইনজীবী মাহবুবুর রহমান খান জানান, গত বছরের ২৮ অক্টোরের আগে এবং পরে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁসহ বিভিন্ন থানায় দায়েরকৃত ৬২টি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করা হয়। এসব আবেদনের শুনানি নিয়ে ৪৫৫ জনকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।