ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দিনাজপুরে শিশু হত্যার দায়ে আসামির যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
দিনাজপুরে শিশু হত্যার দায়ে আসামির যাবজ্জীবন 

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে মিরাজ কাজী (৫) নামে একটি শিশুকে হত্যার দায়ে মামলায় মমতাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে অপরাধ প্রমাণ না হওয়ায় এ মামলায় তিনজনকে খালাস দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যামসুন্দর রায় এ রায় দেন।

মমতাজ উদ্দিনের বাড়ি ফুলবাড়ী উপজেলার পশ্চিম খাজাপুর গ্রামে। নিহত মিরাজ কাজী একই গ্রামের মাহাবুব কাজীর ছেলে।  

খালাসপ্রাপ্তরা হলেন মমতাজ উদ্দিনের বোন মর্জিনা বেগম, ছেলে মোস্তাফিজুর রহমান ও ছেলের বউ জেসমিন আরা।

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।  

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ জুলাই মিরাজ প্রতিবেশী মমতাজ উদ্দিনের বাড়িতে খেলতে যায়। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরদিন ৯ জুলাই এলাকার একটি ডোবায় মিরাজের মরদেহ পাওয়া যায়। ওই দিনই শিশুর বাবা মাহবুব বাদী হয়ে চারজনকে আসামি করে ফুলবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মঙ্গলবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।