ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

যবুদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি হেনরী ও তার স্বামী রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
যবুদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি
হেনরী ও তার স্বামী রিমান্ডে

সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যার অভিযোগে করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার (২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ জামিন আবেদন নাকচ করে উভয়ের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।  

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এদিকে তাদের আদালতে হাজির করাকে কেন্দ্র করে দুপুর থেকেই আদালতের নিরাপত্তা জোরদার করা হয়। হেনরী ও তার স্বামীকে আদালতে আনার আগেই বিপুল সংখ্যক পুলিশ, সেনা ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আনা হলেও তাদের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা।  

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল নেতাকর্মী হত্যা করা হয়। ওই তিন হত্যা মামলাসহ একটি অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবু। বুধবার সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় তাদের আদালতে তোলা হয়। এ মামলায় হুকুমদাতা হিসেবে হেনরী সাত নম্বর আসামি ও শামীম তালুকদার লাবু নয় নম্বর আসামি।  

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলার বর্ষীজোড়া গ্রাম থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন হেনরী দম্পত্তি। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। বুধবার বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের সিরাজগঞ্জ আদালতে আনা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।