ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে মাদক মামলায় ১ ব্যক্তির ৭ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
বরিশালে মাদক মামলায় ১ ব্যক্তির ৭ বছর কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত অহেদুল ওরফে আহাদ গৌরপুরের আলিম উদ্দিন সিকদারের ছেলে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি একই এলাকার আবু তাহেরকে খালাস দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৯ জুন বিকেল ৫টার দিকে গৌরনদী থানা এলাকার বার্থি বাসস্ট্যান্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় বগুড়া থেকে বরিশালগামী তুহিন পরিবহন থেকে ৭ কেজি গাঁজাসহ অহেদুলকে আটক করা হয়।

পুলিশের উপ পরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন একই দিন অহেদুল ও আবু তাহেরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

গৌরনদী থানার এসআই মতিউর রহমান একই সালের ২২ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আজ আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬।
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।