ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে শামছুল ইসলাম (৩০) নামে এক কৃষককে হত্যার অপরাধে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শামছুল ইসলাম (৩০) নামে এক কৃষককে হত্যার অপরাধে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের জয়নাল আবেদীন (৬০) ও আবুল বাশার (৫০)।  

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু সিদ্দিক ও ফারুল বেগম নামে একই মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম এসব তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৬ সালের ২১ সেপ্টেম্বর সকালে তালহাটি গ্রামে শামছুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। শামছুল ইসলাম একই গ্রামের মৃত আবুল খায়ের পাটোয়ারির ছেলে। এ ঘটনায় তার বড় ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালে পাঁচ আসামির একজন আছিয়া খাতুন রোগাক্রান্ত হয়ে মারা যান। এজন্য মামলা থেকে তাকে বাদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।