ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী কারাগারে

ঢাকা: সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ মার্চ) তাকে সিএমএম আদালতে হ‍াজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান।

এসময় আসামিপক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজা‌উর রহমান জামিনের আবেদন করেন।

জামিন আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল হায়দার চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি বাংলানিউজকে জানান আসামির আরেক আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দীপু।

এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি দল।

মামলার অভিযোগে বলা হয়, এমদাদুলের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত ৮৭ লাখ ৪৪০ টাকা সম্পদ অর্জন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ১৮ লাখ ৭ হাজার ৫৬১ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করা হয়।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমআই/আরআর/এসএইচ

**রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।