ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড

বরিশাল: বরিশালে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকসহ দুই কর্মকর্তাকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (০২ আগস্ট) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গ্রামীণ ব্যাংকের বরিশালের রায়পাশা-কড়াপুর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক দেলোয়ার হাসান ও কর্মকর্তা মো. শাহ আলম।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে দেলোয়ার যশোরের ছাতিয়ানতলা এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে ও শাহ্ আলম শরণখোলার চালিতাবুনিয়া গ্রামের হাতেম আলী পাহলানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ২২ জন আমানতকারীর ১৩ লাখ ২১ হাজার ৩৯ টাকা আত্মসাত করে দণ্ডিতরা। আসামিরা পলাতক রয়েছেন।

এ ঘটানায় দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে ২০১২ সালের ৩ অক্টোবর একটি মামলা দায়ের করেন। দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম ২০১৪ সালের ২৭ নভেম্বর আদ‍ালতে চার্জশিট দাখিল করেন। আদ‍ালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেন।

বাংলা‌দেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।