ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুড়িগ্রামে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
কুড়িগ্রামে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

কুড়িগ্রাম: কুড়িগ্রামে প্রেমে ব্যর্থ হয়ে ওই নারীর প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার দায়ে জিয়াউর রহমান (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে আসামি জিয়াউরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের জেল দেন জেলা ও দায়রা জজ এ এইচ এম ইলিয়াস হোসাইন।  

আসামি জিয়াউর রহমান ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন।

আসামি পক্ষে অ্যাডভোকেট সামছুদ্দোহা রুবেল ও রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন মামলাটি পরিচালনা করেন।

মামলার বিবরণে জানা যায়, উলিপুর উপজেলার দক্ষিণ সাদুল্লা হাজিপাড়া গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম রাশেদের (১৪) সঙ্গে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় পাশের উমানন্দ গ্রামের মজনু মিয়ার মেয়ে মৌসুমী আক্তার মনির (১৯) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জিয়াউর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করে রাশেদুলের সঙ্গে প্রেমে ক্ষিপ্ত হয়ে গত ২০১৪ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় জিয়াউর তার এক বন্ধুর সহায়তায় রাশেদুলের বাড়ির সামনেই ছুরিকাঘাত করে হত্যা করেন।

নিহতের বাবা মৌলভী মো. আনিছুর রহমান বাদী হয়ে জিয়াউরসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।