ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কেরানীগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
কেরানীগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 

ঢাকা: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে পাঁচবছরের শিশু ধর্ষণের দায়ে জালাল উদ্দিন (৩৫) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের জেল দেওয়া হয়েছে। 

রোববার (১৩ আগস্ট) ঢাকার ১ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ আদেশ দেন। আসামি জালাল উদ্দিনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

জালাল উদ্দিন বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চর শেফালী গ্রামের গণি চৌকিদারের ছেলে।

পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আকতার রিংকি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালের ৫ জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় দোকানের সামনে খেলতে থাকা পাঁচবছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে পাষণ্ড জালাল।

ওই ঘটনায় ধর্ষিতার স্বজন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। রায় ঘোষণার আগে চার্জশিটের ১১ সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭/আপডেট: ১৭৫১ ঘণ্টা
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।